Bangladesh Korea Technical Training Centre - TTC (Mirpur)

Bangladesh Korea Technical Training Centre - TTC (Mirpur)

Electricians Course    

Course Start Date: 31-01-2021
Course Start Date: 31-01-2021
Course Duration: ৬ মাস
Location / Area: Darussalam , Mirpur
Who Can Join
  • ভর্তির জন্য অষ্টম শ্রেণী পাস ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে ৪৫ বছর হতে হবে।
Admission Instruction
  • অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতা সনদের মূলকপি ও ফটোকপি। সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ও স্ট্যাম্প সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি। জন্মনিবন্ধন/ জাতীয় পরিচয় পত্রের ২ টি ফটোকপি।
Additional
  • অতিরিক্ত ফি দিতে হবে না।
  • Certificate / Materials
    • কোর্স শেষে প্রশিক্ষণপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের BMET এর পক্ষ হতে সনদ প্রদান করা হবে।

    Others Benefits & Facilities:

    • হাতে কলমে ৪ মাস মেয়াদী কারিগরি শিক্ষাপ্রদান করা হবে।
    • প্রশিক্ষণার্থীদের দৈনিক ১০০ টাকা যাতায়াত ভাড়া দেওয়া হবে।
    • স্বল্প খরচে, মনোরম পরিবেশে উন্নতমানের শিক্ষাদান।
    • সহজ ও সাবলিল পদ্ধতিতে তাত্ত্বিক পাঠদান প্রদান।

    Course Content

    • বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে সাধারণ বৈদ্যুতিক সমস্যার সমাধান করা
    • ত্রুটিযুক্ত সরঞ্জাম মেরামত করা;
    • বিদ্যুৎ সংযোগ দেয়া;
    • বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ, স্থাপন ও পরীক্ষা;
    • শিল্প কারখানায় বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ।
    • বিল্ডিংয়ের ব্লু প্রিন্ট ও টেকনিক্যাল ডায়াগ্রাম পড়া
    • বৈদ্যুতিক সংযোগ ও সরঞ্জাম স্থাপন;
    • ট্রান্সফর্মার ও সার্কিট ব্রেকারসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র পরীক্ষা
    • বৈদ্যুতিক যন্ত্রপাতির সমস্যা নির্ণয় ও সমাধান
    • বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও শিল্প কারখানাসহ বিভিন্ন পরিবেশে ইলেকট্রনিক্সের ব্যবহার জানা।
    • বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে সাধারণ বৈদ্যুতিক সমস্যার সমাধান করা
    • ত্রুটিযুক্ত সরঞ্জাম মেরামত করা;
    • বিদ্যুৎ সংযোগ দেয়া;
    • বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ, স্থাপন ও পরীক্ষা;
    • শিল্প কারখানায় বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ।
    • বিল্ডিংয়ের ব্লু প্রিন্ট ও টেকনিক্যাল ডায়াগ্রাম পড়া
    • বৈদ্যুতিক সংযোগ ও সরঞ্জাম স্থাপন;
    • ট্রান্সফর্মার ও সার্কিট ব্রেকারসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র পরীক্ষা
    • বৈদ্যুতিক যন্ত্রপাতির সমস্যা নির্ণয় ও সমাধান
    • বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও শিল্প কারখানাসহ বিভিন্ন পরিবেশে ইলেকট্রনিক্সের ব্যবহার জানা।
    Who Can Join
    • ভর্তির জন্য অষ্টম শ্রেণী পাস ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।
    • শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে ৪৫ বছর হতে হবে।
    Certificate / Materials
    • কোর্স শেষে প্রশিক্ষণপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের BMET এর পক্ষ হতে সনদ প্রদান করা হবে।

    Others Benefits & Facilities:

    • হাতে কলমে ৪ মাস মেয়াদী কারিগরি শিক্ষাপ্রদান করা হবে।
    • প্রশিক্ষণার্থীদের দৈনিক ১০০ টাকা যাতায়াত ভাড়া দেওয়া হবে।
    • স্বল্প খরচে, মনোরম পরিবেশে উন্নতমানের শিক্ষাদান।
    • সহজ ও সাবলিল পদ্ধতিতে তাত্ত্বিক পাঠদান প্রদান।

    Course Fee: N/A

    • Institute Type
    • Private
    • Authorization
    • BTEB Approved
    • Total Students
    • 3500
    • Total Course
    • 144
    • Total Teachers
    • 30
    • Established Year
    • 1942
    • Corporate Client
    • 1
    • Department
    • 9
    • Darussalam , Mirpur 1216 , Dhaka , Bangladesh
    • 01552398373
    • principalbkttc67@yah oo.com
    Why This Course?
    • উন্নতির সাথে সাথে আমাদের দেশে বিদ্যুতের ব্যবহার যদিও বেড়েই চলেছে কিন্তু সে অনুপাতে দক্ষ ইলেক্ট্রিশিয়ানের সংখ্যা অপ্রতুল। যার কারণে ভাল দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে ভাল ক্যারিয়ার গড়ার উজ্জ্বল সম্ভাবনা আছে। এছাড়া দেশের বাইরে দক্ষ ইলেকট্রিশিয়ানদের বেশ চাহিদা রয়েছে এবং আয়ও তুলনামূলক বেশি। একজন ইলেক্ট্রিশিয়ান চাইলে ইলেকট্রিক সামগ্রী ও অ্যাপ্লায়েন্স বিক্রয় এবং মেরামতের মাধ্যমেও আত্ম কর্মসংস্থান করতে পারেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র অধীনস্থ SEIP কর্তৃক পরিচালিত কারিগরি শিক্ষা গ্রহণের লক্ষ্যে ৪ মাস মেয়াদী ৩৬০ ঘণ্টার কোর্সসমূহে প্রশিক্ষণ প্রদান করা হবে।
    AmarAdmission Support

    Need Help?

    +8801611202050