চট্টগ্রাম মহিলা ট্রেনিং সেন্টার এ ভর্তিচ্ছু ছাত্রীদের এস এস সি/ সমমান পরীক্ষায় যেকোন গ্রুপ থেকে উত্তীর্ণ হতে হবে।
যারা ওয়েব ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়তে চান
অনলাইন উদ্যোক্তা বা আইটি স্পেশালিস্ট হতে চান
যাদের কোডিং এ আগ্রহ রয়েছে।
যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান।
Admission Instruction
এসএসসি / সমমান পরীক্ষার নাম্বারপত্রের মূলকপি ও ফটোকপি।
সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
জন্মনিবন্ধন/ ভোটার আইডি কার্ডের ২ টি ফটোকপি।
এসএসসি / সমমান পরীক্ষার সার্টিফিকেটের মূলকপি ও ফটোকপি।
Additional
N/A
Certificate / Materials
সকল প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে।
Course Content
এইচটিএমএল, সিএসএস ও বেসিক জাভাস্ক্রিপ্ট।
যেকোনো ওয়েবসাইটের ডিজাইন করা।
CSS3 অ্যানিমেশন
PSD to HTML এ রূপানন্তর।
টুইটার বুটস্ট্র্যাপ।
অনলাইন থেকে উপার্জন।
ওয়েব সাইট এবং ওয়েব অ্যাপ তৈরি
নিজস্ব অনলাইন ব্যবসা যেমন ই-কমার্স, ডোমেইন হোস্টিং, এফিলিয়েট মার্কেটিং সার্ভার সাইড এবং ডাটাবেইজ ভিত্তিক দক্ষতা অর্জন এইচটিএমএল ভিত্তিক মোবাইল অ্যাপ তৈরি
ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে প্রজেক্ট বিড একজন বিলাসি ব্যাক ইন্ড ডেভেলপার হওয়া
নিজস্ব অনলাইন ব্যবসা যেমন ই-কমার্স, ডোমেইন হোস্টিং, এফিলিয়েট মার্কেটিং সার্ভার সাইড এবং ডাটাবেইজ ভিত্তিক দক্ষতা অর্জন এইচটিএমএল ভিত্তিক মোবাইল অ্যাপ তৈরি
ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে প্রজেক্ট বিড একজন বিলাসি ব্যাক ইন্ড ডেভেলপার হওয়া
HTML, CSS, Bootstrap, Js, jQuery, PHP, MySQL
Who Can Join
চট্টগ্রাম মহিলা ট্রেনিং সেন্টার এ ভর্তিচ্ছু ছাত্রীদের এস এস সি/ সমমান পরীক্ষায় যেকোন গ্রুপ থেকে উত্তীর্ণ হতে হবে।
যারা ওয়েব ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়তে চান
অনলাইন উদ্যোক্তা বা আইটি স্পেশালিস্ট হতে চান
যাদের কোডিং এ আগ্রহ রয়েছে।
যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান।
Certificate / Materials
সকল প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে।
একটা ওয়েবসাইটের ডাটাবেইজ ডিজাইন, ফ্যাংশনালিটি, ইউজার লগিন চেক, ইত্যাদি কাজগুলো ডেভেলপার তথা ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ। আর একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে। কোনটা কোথায় কিভাবে রাখলে সুন্দর দেখাবে। কোথায় কোন কালারটা ব্যবহার করলে সাইটটি ইউজার ফ্রেন্ডলি হবে ইত্যাদি হল ফ্রন্ট ইন্ড এর কাজ। অন্য কথায় বলা যায়। স্ট্যাটিক কাজগুলো সাধারণত ওয়েব ডিজাইনাররা করে থাকেন। আর ডাইনামিক কাজগুলো ডেভেলপাররা করে থাকেন। ডেভেলপারদের পাশাপাশি সব কম্পানি ওয়েব ডিজাইনার তথা ইউআই/ইউএক্স ডিজাইনার তথা ফ্রন্ড ইন্ড ডেভেলপার নিয়োগ দিয়ে থাকেন। তাই ওয়েব ডেভেলপমেন্ট মতই ওয়েব ডিজাইনের ব্যাপক চাহিদা রয়েছে।