বর্তমান যুগে, ভার্সিটিতে প্রেজেন্টেশন দেওয়া থেকে শুরু করে কর্পোরেট জগতে চাকরী করা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই ইংরেজি বলার দক্ষতা থাকা অত্যাবশ্যক । ইংরেজি বলার দক্ষতা আপনাকে এক অনন্য পর্যায়ে পৌছে দিবে। কেবলমাত্র প্রফেশনাল জীবনেই নয়, আপনার ব্যক্তিগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইংরেজির প্রয়োজনীয়তা অপরিসীম।
ইংরেজী শুধু আন্তজার্তিক ভাষাই নয়, বরং এটি বর্তমানে টেকনলোজি বা প্রযুক্তির ভাষা হিসেবেও ব্যবহার হচ্ছে। ভাল ইংরেজী ছাড়া আজকাল ভাল চাকরী, ভাল ডিগ্রি পাওয়া দুঃসাধ্য।আধুনিক সভ্যতার এই যুগে যেমন প্রযুক্তি ছাড়া চলা কঠিন, তেমন ইংরেজী ছাড়াও কমিউনিকেশন করা কষ্টসাধ্য প্রায়। কম্পিউটার এবং মোবাইলের শতকরা ৯০ ভাগ প্রোগ্রাম ও তথ্য ইংরেজীতে।