বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের বিকাশের কারণে কর্মসংস্থানের সুযোগ বেশ বড়। চাহিদা রয়েছে এমন চাকরিগুলোর একটি হলো গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলারের কাজ। মার্চেন্ডাইজারের কাছ থেকে নেয়া পোশাক যেন অর্ডারের মানদণ্ড (যেমন, সঠিক মাপ ও আকার) অনুযায়ী তৈরি করা হয়, তার জন্য শ্রমিকের কাজ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করাকে গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল বলে। অর্থাৎ তৈরি পোশাকের সামগ্রিক মান নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত পুরো প্রক্রিয়াকে কোয়ালিটি কন্ট্রোল বলা হয়। এ ব্যাপারে দক্ষ হলে সফল কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসাবে কাজ করতে পারবেন।