ভর্তির জন্য নুন্যতম ৮ম শ্রেণীতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।
আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৬ এবং সর্বোচ্চ ৩৭ বছর হতে হবে।
Admission Instruction
অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
এসএসসি / সমমান পরীক্ষার নাম্বারপত্রের মূলকপি ও ফটোকপি।
সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
জন্মনিবন্ধন/ ভোটার আইডি কার্ডের ১ টি ফটোকপি।
Additional
ভর্তির সময় মনোগ্রাম যুক্ত গেঞ্জির জন্য অতিরিক্ত ৭০ টাকা দিতে হবে।
Certificate / Materials
কোর্স শেষে সকল শিক্ষার্থীদের BMET এর পক্ষ হতে সনদ প্রদান করা হবে।
Others Benefits & Facilities:
শিক্ষণীয় বিষয়ে আলাদাভাবে তাত্ত্বিক পাঠদান।
প্রায়োগিক সফটওয়্যার ও হার্ডওয়্যার এর ব্যাবহারিক শিক্ষা।
স্বনামধন্য প্রতিষ্ঠান এ ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট এর সুযোগ।
আন্তর্জাতিক মান সমপন্ন কোর্স প্রধান।
Course Content
Cover procedures, processes, equipment and terminology employed in Mason and Rod binding along with related fields.
Practice Masonry and Rod binding equipment and industrial safety rules & regulations.
Provide the students with the basic and practical knowledge on Mason & Rod binding equipment.
Stress the theory and practical application on all types concerned job.
Ensure the theory and practical application on all types of Masonry and Rod binding works.
Practice the theory and practical application on all types of civil constructions works
যে কোন ধরনের অবকাঠামো যেমনঃ বাসাবাড়ি, শিল্প প্রতিষ্ঠান, অফিস, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজ ইত্যাদি তৈরী করতে ম্যাশনারী এন্ড রড বাইন্ডিং এর দক্ষ কারিগর একান্ত ভাবে প্রয়োজন। ম্যাশনারী এন্ড রড বাইন্ডিং এর কাজ ছাড়া ভালমানের কোন অবকাঠামো তৈরী করা সম্ভব নয়। দেশে-বিদেশে এই কাজের অনেক চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ অপরিসীম